Maharashtra | এগিয়ে আসছে 'সন্দেহজনক' নৌকা! মহারাষ্ট্র উপকূলের থেকে দূরত্ব মাত্র ২ নটিকাল মাইল!
Monday, July 7 2025, 10:36 am

রবিবার রাতে ভারতীয় নৌবাহিনীর রাডারে ধরা পড়ে একটি নৌকা। পরে সোমবার দেখা যায় সেই নৌকাটি মহারাষ্ট্রের রেভদান্ডার কোরলাই উপকূল থেকে প্রায় দুই নটিক্যাল মাইল দূরে রয়েছে।
মহারাষ্ট্রের দিকে ক্রমেই এগিয়ে আসছে 'সন্দেহজনক' নৌকা। জানা গিয়েছে, রবিবার রাতে ভারতীয় নৌবাহিনীর রাডারে ধরা পড়ে একটি নৌকা। পরে সোমবার দেখা যায় সেই নৌকাটি মহারাষ্ট্রের রেভদান্ডার কোরলাই উপকূল থেকে প্রায় দুই নটিক্যাল মাইল দূরে রয়েছে। এরপরই রায়গড়ে উপকূলীয় এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। সতর্কতা হিসেবে ওই এলাকায় পুলিশের একটি বড় বাহিনী মোতায়েন করা হয়। নৌকাটির খোঁজে তল্লাশিও শুরু হয়েছে। মনে করা হচ্ছে, নৌকাটি পাকিস্তানি মাছ ধরার বোট হতে পারে। তবে নৌকাটা ধরা গেলে এই সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
- Related topics -
- দেশ
- ভারত
- মহারাষ্ট্র
- ভারতীয় নৌবাহিনী