Suryakumar Yadav Fine | পহেলগাম নিয়ে মন্তব্যের জের, আর্থিক জরিমানার মুখে সূর্যকুমার যাদব!

পহেলগাম নিয়ে মন্তব্যের জেরে এ বার আর্থিক জরিমানার মুখে পড়লেন সূর্যকুমার যাদব।
১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে টসের সময় পাক অধিনায়কের সাথে হাত মেলাননি ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পহেলগামে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি। জয়টা ভারতীয় সেনাকে উৎসর্গ করেন সূর্য। এরপরই পিসিবি ICCর কাছে অভিযোগ করে, সূর্যর এই মন্তব্য রাজনৈতিক। ICCর ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন সূর্যকে ডেকে ওয়ার্নিংও দেন। তবে PTI সূত্রে খবর, ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা দিতে হবে তাঁকে। যদিও এই সিদ্বান্তের বিরোধিতা করে ফের আবেদন করা হয়েছে।