আন্তর্জাতিক

Mashco Piro | ক্যামেরাবন্দি বিশ্বের সর্বাধিক বিচ্ছিন্ন জনজাতির ছবি! আরও নিরাপদ স্থানের খোঁজ চালাচ্ছেন মাচো পিরোরা?

Mashco Piro |  ক্যামেরাবন্দি বিশ্বের সর্বাধিক বিচ্ছিন্ন জনজাতির ছবি! আরও নিরাপদ স্থানের খোঁজ চালাচ্ছেন মাচো পিরোরা?
Key Highlights

প্রকাশ্যে এলো পৃথিবীর সবচেয়ে বড় অথচ একেবারে বিচ্ছিন্ন সম্প্রদায়ের ছবি।

প্রকাশ্যে এলো পৃথিবীর সবচেয়ে বড় অথচ একেবারে বিচ্ছিন্ন সম্প্রদায়ের ছবি। বিরল ছবি ক্যামেরাবন্দি করেছে ‘সারভাইভাল ইন্টারন্যাশনাল’ নামে এক সংস্থা। তাতে দেখা গিয়েছে, আমাজনে নিজেদের ভূমি থেকে বেরিয়ে এসে ব্রাজিল লাগোয়া এক নদীর ধারে স্নান করছেন মাচো পিরো সম্প্রদায়ের একদল মানুষ। আমাজন জঙ্গল এলাকার পেরুতে বসবাস মাচো পিরোদের। তারাই বিশ্বের সর্বাধিক বিচ্ছিন্ন জনজাতি। অনুমান, সম্ভবত খাবার খুঁজতে নিজেদের এলাকা ছেড়ে বেরিয়েছিল ওই মানুষজন। আবার হতে পারে যে আরও নিরাপদ স্থানের খোঁজ চালাচ্ছে তারা।