ISSF World Cup | ISSF ওয়ার্ল্ড কাপের প্রথম দিনেই তিনটি পদক জিতলো ভারত! পদক জিতলেন সুরুচি-মনু ও সৌরভ!
Wednesday, April 16 2025, 11:24 am

ISSF ওয়ার্ল্ড কাপে প্রথম দিনেই তিনটি পদক ঘরে আনলো ভারত। মহিলা ১০ মিটার এয়ার পিস্তলে সুরুচি সিং ও দুইবারের অলিম্পিক পদকজয়ী মনু ভাকের যথাক্রমে স্বর্ণপদক ও রুপোর পদক জয় করেন।
ISSF ওয়ার্ল্ড কাপে প্রথম দিনেই তিনটি পদক ঘরে আনলো ভারত। মহিলা ১০ মিটার এয়ার পিস্তলে সুরুচি সিং ও দুইবারের অলিম্পিক পদকজয়ী মনু ভাকের যথাক্রমে স্বর্ণপদক ও রুপোর পদক জয় করেন। ১৮ বছর বয়সি সুরুচি সিং ২৪৩.৬ স্কোর করে পরপর দ্বিতীয় ওয়ার্ল্ড কাপে সোনা জিতলেন। মনুর স্কোর ছিল ২৪২.৩ এবং চিনের ইয়াও কিয়ানসুন ব্রোঞ্জ জয় করেন। অন্যদিকে, পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে সৌরভ চৌধুরী ব্রোঞ্জ পদক জয় করেন। তিনি ২১৯.১ স্কোর করেন, যেখানে তার ভাগ্নে বরুণ তোমার ১৯৮.১ স্কোর করে চতুর্থ হন।
- Related topics -
- খেলাধুলা
- ভারত
- মনু ভাকের
- স্বর্ণ পদক