Maternity Leave | ১৮০ দিন পর্যন্ত ছুটি পাবেন সারোগেট মায়েরাও! পিতৃত্বকালীন ছুটি পাবেন কেদ্রীয় সরকারি কর্মী বাবারা!

Monday, June 24 2024, 9:38 am
Maternity Leave | ১৮০ দিন পর্যন্ত ছুটি পাবেন সারোগেট মায়েরাও! পিতৃত্বকালীন ছুটি পাবেন কেদ্রীয় সরকারি কর্মী বাবারা!
highlightKey Highlights

অন্যান্য মায়েদের মতো সারোগেট মায়েরাও সন্তান জন্ম দেওয়ার পর তার লালনপালনের জন্য পাবেন সরকারি ছুটি।


অন্যান্য মায়েদের মতো সারোগেট মায়েরাও সন্তান জন্ম দেওয়ার পর তার লালনপালনের জন্য পাবেন সরকারি ছুটি। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, সারোগেট পদ্ধতিতে মাতৃত্বের স্বাদ পাওয়া সরকারি কর্মচারীরা ১৮০ দিন পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি পাবেন। এক্ষেত্রে মায়েদের পাশাপাশি পিতৃত্বকালীন ছুটি পাবেন কেদ্রীয় সরকারি কর্মী বাবারাও। তবে এক্ষেত্রে একটি শর্ত রাখা হয়েছে। শর্তে বলা হয়েছে, দুই সন্তান পর্যন্ত এই বিশেষ ছুটি উপলব্ধ। যদি কেউ তৃতীয় সন্তানের জন্ম দেন তবে সেক্ষেত্রে আর ছুটি পাওয়া যাবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File