IPO । বিনিয়োগকারীদের জন্যে সুখবর, বাজারে আসতে চলেছে সুরক্ষা ডায়াগনস্টিকের IPO
Thursday, November 28 2024, 3:11 am
Key Highlights
বিনিয়গকারীদের জন্যে সুখবর। ২৯ নভেম্বর বাজারে বিডিং শুরু করবে সুরক্ষা ডায়াগনস্টিক।
বিনিয়গকারীদের জন্যে সুখবর। ২৯ নভেম্বর বাজারে বিডিং শুরু করবে সুরক্ষা ডায়াগনস্টিক। কলকাতা কেন্দ্রিক এই কোম্পানির ইনিশিয়াল পাবলিক অফারের বিডিং চলবে ৩ ডিসেম্বর অবধি। সংবাদ সংস্থা সূত্রে খবর, কোম্পানিটির IPOর অফারের প্রায় ৫০ শতাংশ প্রাতিষ্ঠানিক ক্রেতাদের জন্য, অফারের ৩৫ শতাংশের খুচরা বিনিয়োগকারীদের জন্য,১৫ শতাংশ নন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের জন্যবা সংরক্ষণ করা হয়েছে। ২০২৪ অর্থবর্ষে Suraksha Diagnostic এর আয়ের পরিমাণ ছিল ২১৯ কোটি টাকা।সংস্থাটির শেয়ার BSE এবং NSE তে তালিকাভুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- শেয়ার বাজার
- বৈদেশিক বিনিয়োগ