Madrasa Education | উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষাকে ‘সাংবিধানিক’ রায় সুপ্রিম কোর্টের! এলাহাবাদ হাই কোর্টের নির্দেশ খারিজ

Tuesday, November 5 2024, 8:24 am
highlightKey Highlights

একটি জনস্বার্থ মামলায় মাদ্রাসা শিক্ষা আইনকে অসাংবিধানিক নির্দেশ দেয় এলাহাবাদ হাই কোর্ট। তবে এবার সেই রায়কে খারিজ করলো সুপ্রিম কোর্ট।


উত্তরপ্রদেশ যোগীর ক্ষমতায় আসতেই সেখানে মাদ্রাসা শিক্ষা নিয়ে প্রশ্ন তোলা হয়। মাদ্রাসার সিলেবাস বদলেও উদ্যোগ নেয় শিক্ষা বিভাগ। এই আবহে একটি জনস্বার্থ মামলায় মাদ্রাসা শিক্ষা আইনকে অসাংবিধানিক নির্দেশ দেয় এলাহাবাদ হাই কোর্ট। তবে এবার সেই রায়কে খারিজ করলো সুপ্রিম কোর্ট। এইসঙ্গে যোগীরাজ্যে মাদ্রাসা শিক্ষাকে ‘সাংবিধানিক’ বলল শীর্ষ আদালত। এই আইন মাদ্রাসা প্রশাসনে সরাসরি হস্তক্ষেপ করে না বলেও জানায় তিন জে বি পর্দিওয়ালা, মনোজ মিশ্রা এবং প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File