দেশ

করোনা রুখতে কেন্দ্র ও রাজ্যগুলোকে লকডাউন জারির পরামর্শ দিল সুপ্রিম কোর্ট

করোনা রুখতে কেন্দ্র ও রাজ্যগুলোকে লকডাউন জারির পরামর্শ দিল সুপ্রিম কোর্ট
Key Highlights

রোখা যাচ্ছে না সংক্রমণ, এই পরিস্থিতিতে লকডাউনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যদিও লকডাউন জারির পথে হাঁটতে যে চায় না সরকার, সে বার্তা আগেই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রেক্ষিতে এবার মারণভাইরাসকে ঠেকাতে কেন্দ্র ও রাজ্যগুলোতে লকডাউন জারির পরামর্শ দিল সুপ্রিম কোর্ট।অতিমারী মোকাবিলা করার বিষয়ে এক শুনানিতে রবিবার লকডাউন সংক্রান্ত একটি নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। দেশের শীর্ষ আদালত বলেছে, 'অতিমারীর দ্বিতীয় ঢেউয়ে বেলাগাম সংক্রমণ হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারগুলোকে নির্দেশ দেওয়া হচ্ছে, সংক্রমণ রোধে ভবিষ্যতে কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে পরিকল্পনা করতে।'