Justice Yashwant Verma | বাড়ি থেকে নগদ উদ্ধার কাণ্ডে এবার বিচারপতি যশবন্ত বর্মার কল রেকর্ড খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট!
Tuesday, March 25 2025, 11:31 am

বোর্ডস). বর্মার কল রেকর্ড খতিয়ে দেখবে সুপ্রিম কোর্টের তিন সদস্যের কমিটি।
দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে নগদ। এবার এই ঘটনায় যশবন্ত বর্মার কল রেকর্ড খতিয়ে দেখবে সুপ্রিম কোর্টের তিন সদস্যের কমিটি। গত শনিবারই তিন বিচারপতির কমিটি গঠন করেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সূত্রের খবর, এই কমিটি বিচারপতি যশবন্ত বর্মার বয়ানও নথিভুক্ত করতে পারে। পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হবে দমকল বিভাগের কর্মীদেরও। এদিকে এই বিষয়ে আলোচনা করার জন্য মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ সব রাজনৈতিক দলের নেতাদের বৈঠকও ডেকেছেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- বিচারপতি