দেশ

Supreme Court | নবজাতক পাচারের ঘটনা সামনে এলেই বাতিল হবে হাসপাতালের লাইসেন্স! কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের!

Supreme Court | নবজাতক পাচারের ঘটনা সামনে এলেই বাতিল হবে হাসপাতালের লাইসেন্স! কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের!
Key Highlights

উত্তরপ্রদেশ সরকারকে ভর্ৎসনা করে শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, কোনও নবজাতক পাচারের ঘটনা সামনে এলেই সেই হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে।

উত্তরপ্রদেশে বার বার নবজাতক পাচারের অভিযোগ উঠছে। এবার এই ইস্যুতে উত্তরপ্রদেশ সরকারকে ভর্ৎসনা করে শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, কোনও নবজাতক পাচারের ঘটনা সামনে এলেই সেই হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে। এই সংক্রান্ত মামলার নিষ্পত্তি ৬ মাসের মধ্যে করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। উল্লেখ্য উত্তরপ্রদেশের এক নিঃসন্তান দম্পতির বিরুদ্ধে পাচার হওয়া এক শিশু ‘কেনার’ অভিযোগ উঠেছে। সেই মামলা এলাহাবাদ হাই কোর্টে উঠলে অভিযুক্তদের জামিন দেয় আদালত। সেই মামলাতেই এবার হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের।