Pegasus Case | 'দেশের সুরক্ষার জন্য সরকারের স্পাইওয়ার ব্যবহারে ভুল নেই'! পেগাসাস মামলার শুনানিতে বক্তব্য সুপ্রিম কোর্টের!
Tuesday, April 29 2025, 10:28 am

দেশের সুরক্ষার জন্য সরকার যদি স্পাইওয়ার ব্যবহার করে, তাতে ভুল নেই। মঙ্গলবার পেগাসাস মামলার শুনানিতে এমনই মন্তব্য করল শীর্ষ আদালত।
দেশের সুরক্ষার জন্য সরকার যদি স্পাইওয়ার ব্যবহার করে, তাতে ভুল নেই। মঙ্গলবার পেগাসাস মামলার শুনানিতে এমনই মন্তব্য করল শীর্ষ আদালত। বিচারপতি কন্ত বলেন, 'স্পাইওয়ার থাকার ব্যাপারটা ভুল নয়। কার বিরুদ্ধে সেই স্পাইওয়ার ব্যবহার করা হচ্ছে, সেটাই মূল প্রশ্ন। আমরা দেশের সুরক্ষার জন্য কোনওরকম আপস করতে পারি না।' এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকন্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শীর্ষ আদালত এমন কোনও রিপোর্ট প্রকাশ্যে আনবে না, যা দেশের সুরক্ষা এবং সার্বভৌমত্বের সঙ্গে জড়িয়ে আছে।
- Related topics -
- দেশ
- ভারত
- আদালত
- শীর্ষ আদালত
- সুপ্রিম কোর্ট
- পেগাসাস