Supreme Court | সরকারি এবং বেসরকারি স্কুলগুলিতে স্যানিটারি প্যাড দেওয়া বাধ্যতামূলক করার নির্দেশ সুপ্রিম কোর্টের!
Friday, January 30 2026, 1:43 pm

Key Highlightsসুপ্রিম কোর্ট জানিয়েছে প্রতিটি স্কুল যদি ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি প্যাড এবং পরিচ্ছন্ন শৌচালয় না দিতে পারে, তাহলে তার জন্য সংশ্লিষ্ট সরকারের দায়ী থাকবে৷
শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, এবার থেকে সরকারি তো বটেই এমনকি প্রতিটি বেসরকারি স্কুলেও ছাত্রীদের বিনামূল্যে বায়ো ডিগ্রেডেবল মেনস্ট্রুয়াল স্যানিটারি প্যাড দিতে হবে। সুপ্রিম কোর্টে বিচারপতি জেবি পর্দাওয়ালা এবং আর মহাদেবন শুক্রবার নির্দেশ দিয়েছেন দেশের প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের প্রত্যেক স্কুলে এই নির্দেশ কার্যকর করা বাধ্যতামূলক। কোর্ট জানিয়েছে প্রত্যেক স্কুলে অবশ্যই বিশেষ ভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য টয়লেটের ব্যবস্থা রাখতে হবে। শীর্ষ আদালত জানিয়েছে, মেনস্ট্রুয়াল হেলথ প্রত্যেকটি মেয়ের মৌলিক অধিকার।
- Related topics -
- দেশ
- স্যানিটারি ন্যাপকিন
- শীর্ষ আদালত
- সুপ্রিম কোর্ট
- ছাত্রছাত্রী
- সরকারি স্কুল
- স্কুল
- বেসরকারি স্কুল


