Supreme Court | বেহাল দশা ভোডাফোন-এয়ারটেল-টাটার! সুপ্রিম রায়ে পাততাড়ি গোটাতে হতে পারে তাঁদের

Monday, May 19 2025, 6:01 pm
highlightKey Highlights

বিরাট অঙ্কের টাকা মকুবের জন্যই বারবার সরকারের দ্বারস্থ হচ্ছে এয়ারটেল, ভোডাফোন, টাটা। তবে সুরাহা হচ্ছে না।


কয়েকমাস আগেই ভোডাফোন আইডিয়ার ৩৬ হাজার ৯৫০ কোটি টাকা ঋণকে অংশীদারিত্বে পরিণত করেছে কেন্দ্র। এর ফলে টান পড়েছে কেন্দ্রের ভাঁড়ারে। এই অবস্থায় সোমবার অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউয়ের উপর চাপানো বকেয়া সুদ, জরিমানা ও জরিমানার সুদ মকুবের জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন জানিয়ে দ্বারস্থ হয়েছিল তিন সংস্থা ভোডাফোন আইডিয়া, এয়ারটেল ও টাটা টেলিসার্ভিস। তবে তাঁদের আবেদন মঞ্জুর হয়নি। ফলে ঋণের বোঝা নিয়েই ভারতবর্ষ থেকে পাততাড়ি গোটাতে হতে পারে টেলিকম সংস্থাগুলির।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File