Atul Subhash | অতুল সুভাষের চার বছরের ছেলেকে অতুলের মায়ের কাছে দিলো না সুপ্রিম কোর্ট!
বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের চার বছরের ছেলেকে অতুলের মায়ের কাছে দিতে রাজি হল না শীর্ষ আদালত।
বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের চার বছরের ছেলেকে অতুলের মায়ের কাছে দিতে রাজি হল না শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ বলে, শিশুটির কাছে মামলাকারী (অতুলের মা অর্থাৎ ঠাকুমা অঞ্জু দেবী) অপরিচিত। ফলে অতুলের মা যদি শিশুটিকে নিজের হেফাজতে চান সেক্ষেত্রে অন্য প্রক্রিয়াতে আবেদন করতে হবে। অন্যদিকে, অতুলের প্রাক্তন স্ত্রী নিকিতার আইনজীবী দাবি করেন, হরিয়ানার ফরিদাবাদে একটি বোর্ডিং স্কুলে পড়ছে অতুলের সন্তান।
- Related topics -
- দেশ
- ভারত
- বেঙ্গালুরু
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত