Supreme Court | বকেয়া DA-র ২৫ শতাংশ এখনই দিতে হবে রাজ্যকে! নির্দেশ সুপ্রিম কোর্টের!

এখনই বকেয়ার ২৫ শতাংশ দিতে হলে রাজ্যকে প্রায় ১০ হাজার কোটি টাকা খরচ করতে হবে। এর ফলে বিরাট আর্থিক বোঝায় রাজ্যের মেরুদণ্ড ভেঙে যাবে।
অন্তত ২৫ শতাংশ বকেয়া ডিএ এখনই দিতে হবে রাজ্য সরকারকে! ডিএ মামলায় পশ্চিমবঙ্গ সরকারকে এমনই নির্দেশ দিলো সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ। তবে রাজ্যের তরফে দাবি, এখনই বকেয়ার ২৫ শতাংশ দিতে হলে রাজ্যকে প্রায় ১০ হাজার কোটি টাকা খরচ করতে হবে। এর ফলে বিরাট আর্থিক বোঝায় রাজ্যের মেরুদণ্ড ভেঙে যাবে। যদিও রাজ্যের আইনজীবীর আবেদনে সাড়া দেয়নি শীর্ষ আদালত। জানা গিয়েছে, আগামী সোমবার পর্যন্ত সময় চেয়ে নিয়েছে রাজ্য।