Supreme Court | হাই প্রোফাইল হলেও অভিযুক্তদের ‘ফাইভ স্টার ট্রিটমেন্ট’ নয়, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট জানালেন একজন অভিযুক্ত, অভিযুক্তই হন, তার জন্য ‘ফাইভ স্টার ট্রিটমেন্টের’ কোনও প্রয়োজন নেই।
বৃহস্পতিবার একটি ‘হাই-প্রোফাইল’ মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানালেন একজন অভিযুক্ত, অভিযুক্তই হন, তার জন্য ‘ফাইভ স্টার ট্রিটমেন্টের’ কোনও প্রয়োজন নেই। এদিন রেনুকাস্বামী খুনের মামলায় দেশের শীর্ষ আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন কন্নড় অভিনেতা দর্শন সহ পাঁচ অভিযুক্ত। এপ্রসঙ্গেই এই নির্দেশ দেন বিচারপতিরা। বিচারপতিরা বলেন, “আমরা যেদিন জানতে পারব যে ওই অভিযুক্তদের জেলের মধ্যে বিশেষ বা ফাইভ স্টার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, সেই মুহূর্তেই জেল সুপারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।”
- Related topics -
- দেশ
- সুপ্রিম কোর্ট
- জেল