Supreme Court | দেশজুড়ে বেড়েছে সাইবার প্রতারণা, প্রশাসনকে ‘শক্ত হাতে’ ব্যবস্থা নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
Monday, November 3 2025, 5:08 pm
Key Highlightsগত সোমবার সাইবার প্রতারণা সংক্রান্ত তথ্য সংগ্রহে সমস্ত রাজ্যগুলিকে নোটিস পাঠায় সর্বোচ্চ আদালত।
সুপ্রিম কোর্ট তথ্য দিয়েছে, আমজনতাকে ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ফেলে পর্যন্ত প্রায় ৩০০০ কোটি টাকা হাতিয়েছে প্রতারকরা। সোমবার বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, ডিজিটাল অ্যারেস্ট-সহ অন্য সাইবার প্রতারণা নিয়ে সকল পক্ষের বক্তব্য শুনবে কোর্ট। বিষয়টি তদারকির জন্য সিনিয়র অ্যাডভোকেট এনএস নাপ্পিনাইকে নিয়োগ করছে শীর্ষ আদালত। উল্লেখ্য, গত সোমবারই কোন রাজ্যে কতগুলি ‘ডিজিটাল গ্রেপ্তারি’র অভিযোগে এফআইআর নথিভুক্ত হয়েছে সেই তথ্য পাঠাতে সমস্ত রাজ্যগুলিকে নোটিস দিয়েছিল সর্বোচ্চ আদালত।
-  Related topics - 
 - দেশ
 - শীর্ষ আদালত
 - সুপ্রিম কোর্ট
 - সাইবার হানা
 - সাইবার ক্রাইম
 - সাইবার অপরাধ বিরোধী
 - লালবাজারের সাইবার ক্রাইম শাখা
 - সাইবার আইন
 - ভারত
 

 