Ranveer Allahbadia | সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন রণবীর আল্লাহবাদিয়া! ইউটিউবার-পডকাস্টারকে পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার নির্দেশ!

Tuesday, April 29 2025, 4:56 am
Ranveer Allahbadia | সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন রণবীর আল্লাহবাদিয়া! ইউটিউবার-পডকাস্টারকে পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার নির্দেশ!
highlightKey Highlights

বড় স্বস্তি পেলেন ইউটিউবার এবং পডকাস্টার রণবীর আল্লাহবাদিয়া। তাঁকে পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।


বড় স্বস্তি পেলেন ইউটিউবার এবং পডকাস্টার রণবীর আল্লাহবাদিয়া। তাঁকে পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোতে বিতর্কিত মন্তব্যের পর রণবীরের দেশের বাইরে যাওয়া নিষেধ ছিল। সেকারণেই এতদিন পুলিশের কাছে জমা ছিল তাঁর পাসপোর্ট। সম্প্রতি পাসপোর্ট ফেরত পেতে মহারাষ্ট্র সাইবার ক্রাইম ব্যুরোর কাছে আবেদন করার অনুমতি পান রণবীর। এই অনুমতি দিয়েছিলো সুপ্রিম কোর্টই। এর আগে ৩ মার্চ সুপ্রিম কোর্ট আল্লাহাবাদিয়াকে ‘নীতি ও শালীনতা’ বজায় রেখে তাঁর পডকাস্ট চালিয়ে যাওয়ার অনুমতি দেয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File