কেন্দ্র এবং টুইটারকে নোটিস শীর্ষ আদালতের, কী পদক্ষেপ করা হয়েছে ভুয়ো খবর, উস্কানিমূলক বার্তা রুখতে
Friday, February 12 2021, 10:12 am
Key Highlightsশুক্রবার কেন্দ্র এবং টুইটারকে নোটিস পাঠাল শীর্ষ আদালত। ভুয়ো এবং উস্কানিমূলক বার্তা নিয়ে তারা কী পদক্ষেপ করছে, তা নিয়ে শুক্রবার জানতে চেয়েছে আদালত। এই নিয়ে গত বছরের মে মাসে একটি হলফনামা দাখিল করেন বিজেপি নেতা বিনীত গোয়েঙ্কা। সেই হলফনামায় টুইটারকে কাঠগড়ায় তুলে বলা হয়েছে, বিদ্বেষ ছড়াচ্ছে এমন বিষয় এবং বিজ্ঞাপন আটকাতে কী ব্যবস্থা নিয়েছে তারা। শুধু তাই নয়, ভুয়ো অ্যাকাউন্ট থেকেও যে উস্কানিমূলক বার্তা ছড়ানো হচ্ছে, সেই অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধেই বা কী পদক্ষেপ করা হয়েছে? এই মুহূর্তে কৃষক আন্দোলন নিয়ে তেতে রয়েছে গোটা দেশ। তার মধ্যে টুইটারকে ব্যবহার করে কৃষক আন্দোলনে সমর্থন জানিয়ে বহু টুইট বিতর্ক আরও বাড়িয়েছে।
- Related topics -
- দেশ
- কেন্দ্র
- সুপ্রিম কোর্ট
- টুইটার

