BLO | পশ্চিমবঙ্গে BLOদের নিরাপত্তার ইস্যুতে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট!

Tuesday, December 9 2025, 8:34 am
highlightKey Highlights

নিরাপত্তাহীনতায় ভুগছেন BLOরা, এই অভিযোগ পেয়ে SIR সংক্রান্ত বিষয়ে পশ্চিমবঙ্গে BLOদের নিরাপত্তার ইস্যুতে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট৷


নিরাপত্তাহীনতায় ভুগছেন BLOরা, এই অভিযোগ পেয়ে SIR সংক্রান্ত বিষয়ে পশ্চিমবঙ্গে BLOদের নিরাপত্তার ইস্যুতে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট৷ মঙ্গলবার পশ্চিমবঙ্গে BLOদের নিয়ে একের পর এক ঘটনার প্রসঙ্গ তুলে উপযুক্ত নিরাপত্তার দাবি জানান আইজীবীরা। তা শুনে প্রধান বিচারপতি সূর্য কান্তর পর্যবেক্ষণ, 'BLOরা যদি নিরাপত্তা না পান, তারা যদি স্বাধীন ভাবে কাজ করতে না পারেন, তাহলে তা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু৷ অতিরিক্ত নিরাপত্তা চেয়ে আপনারা রাজ্য সরকারকে অনুরোধ জানান ৷ তারপরেও কোনও ব্যবস্থা না নিলে আপনারা আমাদের কাছে আবেদন করুন৷'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File