NEET-UG । ২০২৪ সালের NEET-UG পরীক্ষা নিয়ে কেন্দ্র সরকার এবং NTA-র জবাব তলব সুপ্রিম কোর্টের!
২০২৪ সালের NEET-UG পরীক্ষা নিয়ে কেন্দ্র সরকার এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নোটিশ দিলো দেশের শীর্ষ আদালত।
২০২৪ সালের NEET-UG পরীক্ষা নিয়ে কেন্দ্র সরকার এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নোটিশ দিলো দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার শুনানিতে দেশের শীর্ষ আদালত জানিয়েছে, যদি এই পরীক্ষায় ০.০০১ শতাংশও গাফিলতি হয়ে থাকে তবে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে। আদৌ NEET-UG ২০২৪ সালের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না, তা নিয়ে আদালতে জবাব দিতে হবে দু'পক্ষকে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, নিট পরীক্ষার ক্ষেত্রে সামান্য গাফিলতিও পুঙ্খানুপুঙ্খভাবে মোকাবিলা করা দরকার।
- Related topics -
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- নিট পরীক্ষা
- পরীক্ষা