Aravalli | আরাবল্লী সংক্রান্ত রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, কেন্দ্রকে বিশেষ নির্দেশ দিলো আদালত!

আরাবল্লী পর্বতের সংজ্ঞা বদল সংক্রান্ত মামলায় ২০ নভেম্বরের নির্দেশ কার্যকর হবে না বলে জানিয়ে দিলো শীর্ষ আদালত।
আরাবল্লী পর্বতের সংজ্ঞা বদল সংক্রান্ত মামলায় ২০ নভেম্বরের নির্দেশ কার্যকর হবে না বলে জানিয়ে দিলো শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়ে জানিয়েছে, যেখানে যেখানে যা যা জটিলতা রয়েছে, সেই সব মেটাতে হবে। যা রিপোর্ট রয়েছে বা যে রায় দেওয়া হয়েছে, সেটা নিয়ে কাজ শুরু করার আগে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়া প্রয়োজন। কেন্দ্র এবং রাজস্থান, গুজরাট, দিল্লি এবং হরিয়ানার সরকারকে নোটিস পাঠিয়ে এই সুয়ো মোটো মামলায় তাদের অবস্থান জানতে চাওয়া হয়েছে আদালতের তরফে। এই মামলার পরবর্তী শুনানি হবে ২১ জানুয়ারি।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- আরাবল্লী
- কেন্দ্রীয় সরকার
