দেশ

Sambhal Jama Masjid | স্থগিত সম্ভলের শাহী জামা মসজিদের সমীক্ষা! রায় দিলো সুপ্রিম কোর্ট

Sambhal Jama Masjid | স্থগিত সম্ভলের শাহী জামা মসজিদের সমীক্ষা! রায় দিলো সুপ্রিম কোর্ট
Key Highlights

সম্ভলের শাহী জামা মসজিদের সমীক্ষা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট।

সম্ভলের শাহী জামা মসজিদের সমীক্ষা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছে, সমীক্ষা প্রসঙ্গে আপাতত কোনও সিদ্ধান্ত নিতে পারবে না নিম্ন আদালত। সমীক্ষার নির্দেশ নিয়ে হাইকোর্টে আবেদন করতে হবে মসজিদ কর্তৃপক্ষকে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আইনজীবী বিষ্ণু শংকর জৈন সম্ভলের শাহী জামা মসজিদ নিয়ে মামলা করে দাবি করেন অতীতে ওই এলাকায় হরিহর মন্দির ছিল যা, ভেঙে মসজিদ তৈরি হয়। সেই মামলার ভিত্তিতে মসজিদ সমীক্ষার নির্দেশ দেয় উত্তরপ্রদেশের নিম্ন আদালত।