SIR | বিহার থেকে কেন বাদ ৬৫ লক্ষ ভোটার? কারণ জানাতে নির্বাচন কমিশনকে নির্দেশ শীর্ষ আদালতের!

Thursday, August 14 2025, 12:45 pm
SIR | বিহার থেকে কেন বাদ ৬৫ লক্ষ ভোটার? কারণ জানাতে নির্বাচন কমিশনকে নির্দেশ শীর্ষ আদালতের!
highlightKey Highlights

SIR এর ফলে বিহারের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পরা ৬৫ লক্ষ ভোটারের জেলাভিত্তিক বিবরণ প্রকাশ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।


SIR এর ফলে বিহারের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পরা ৬৫ লক্ষ ভোটারের জেলাভিত্তিক বিবরণ প্রকাশ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই ৬৫ লক্ষ ভোটারের মৃত্যু হয়েছে না তারা অন্যত্র চলে গিয়েছে না ডুপ্লিকেট ভোটার বলে তাদের নাম বাদ পড়েছে অর্থাৎ, তাদের নাম বাদ পড়ার কারণও জানাতে হবে নির্বাচন কমিশনকে। সুপ্রিম নির্দেশ অনুযায়ী, জেলা পর্যায়ের ওয়েবসাইটে এই সকল বিবরণ প্রকাশ করতে হবে, এমনকি বুথ স্তরের আধিকারিকদেরও বাদ পড়া ভোটারদের তালিকা দেখাতে হবে। এদিকে




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File