Coconut Oil | কোন নারকেল তেল চুলে মাখার? কোনটাই ভোজ্য তেল? নারকেল তেল নিয়ে বড় রায় দিলো সুপ্রিম কোর্ট
Sunday, December 22 2024, 12:23 pm
Key Highlights
শীর্ষ আদালত জানিয়ে দিলো, ছোট প্যাকেজিংয়ের নারকেল তেলকে ভোজ্য তেল হিসেবে চিহ্নিত করা হবে।
ভারতের কিছু জায়গায় নারকেল তেল ব্যবহার হয় চুলের তেল হিসেবে, আবার কিছু জায়াগায় ব্যবহার হয় পদ রান্না করতে। কিন্তু কোন ক্ষেত্রে এই তেল কীভাবে ব্যবহার করবেন? এবার নারকেল তেল নিয়ে আইনি বিতর্কের অবসান করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিলো, ছোট প্যাকেজিংয়ের নারকেল তেলকে ভোজ্য তেল হিসেবে চিহ্নিত করা হবে। অর্থাৎ স্যাশে ও ছোট বোতল সহ ২ কেজি ওজনের কম প্যাকেজের ক্ষেত্রে নারকেল তেল ভোজ্য তেল হিসেবেই গণ্য হবে। ভোজ্য তেল হিসেবে গণ্য হলে ৫ শতাংশ GST ধার্য হবে। হেয়ার অয়েল হয়ে গেলেই ১৮ শতাংশ GST হয়।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- খাদ্য
- লাইফস্টাইল