Supreme Court | বিচারের আগেই নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার অধিকার নেই রাজ্যের! বেআইনি নির্মাণ ভাঙার গাইডলাইন দিলো সুপ্রিম কোর্টের
Wednesday, November 13 2024, 10:36 am
Key Highlightsগাইডলাইন বেঁধে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগাম বিজ্ঞপ্তি ছাড়া কোনও নির্মাণ ভাঙা যাবে না। ১৫ দিন আগে এই বিজ্ঞপ্তি জারি করতে হবে।
'বুলডোজার নীতি' নিয়ে নয়া গাইডলাইন দিলো সুপ্রিম কোর্ট! গাইডলাইন বেঁধে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগাম বিজ্ঞপ্তি ছাড়া কোনও নির্মাণ ভাঙা যাবে না। ১৫ দিন আগে এই বিজ্ঞপ্তি জারি করতে হবে, তাতে নির্মাণ ভাঙার কারণ ও শুনানির তারিখ উল্লেখিত থাকতে হবে। নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার ভিডিও রেকর্ডিং রাখতে হবে। ঘটনাস্থলে সরকারি আধিকারিক ও পুলিশকে উপস্থিত থাকতে হবে। এই নির্দেশ অমান্য করলে তা অবমাননা বা অন্যান্য আইনি পদক্ষেপের জন্য বিচার্য হবে বলে সাফ জানিয়েছে সুপ্রিম কোর্ট।
- Related topics -
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- দেশ
- ভারত

