Supreme Court | ফাঁসির বদলে দেওয়া হোক প্রাণঘাতী ইঞ্জেকশন! আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

Wednesday, October 15 2025, 5:19 pm
Supreme Court | ফাঁসির বদলে দেওয়া হোক প্রাণঘাতী ইঞ্জেকশন! আর্জি খারিজ সুপ্রিম কোর্টের
highlightKey Highlights

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা দেওয়ার জন্য প্রাণঘাতী ইনজেকশনের ব্যবহার ‘খুব বেশি কার্যকরী’ না-ও হতে পারে মনে করছে কেন্দ্র।


মৃত্যুদণ্ডের পদ্ধতি বদল করার জন্য সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়েছে। বুধবার মামলার শুনানিতে আইনজীবী সওয়াল করেন, মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীদের ফাঁসি দেওয়া হবে, নাকি প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া হবে বেঁচে নেওয়ার সুযোগ দেয় হোক। তিনি বলেন, “সবচেয়ে ভাল উপায় হল প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া।” যা ‘দ্রুত, মানবিক এবং শালীন’। যদিও এ বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার পর্যবেক্ষণ, “সমস্যা হল, সরকার সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আনার জন্য প্রস্তুত নয়। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেছে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File