NEET-PG 2024 | নিট পিজির স্থগিতের মামলা খারিজ করল শীর্ষ আদালত! রবিবার সর্বভারতীয় এই প্রবেশিকা নেওয়ার ক্ষেত্রে আর কোন বাধাই রইল না
নিট পিজির স্থগিতের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। যার ফলে রবিবার, ১১ আগস্ট সর্বভারতীয় এই প্রবেশিকা নেওয়ার ক্ষেত্রে আর কোন বাধাই রইল না।
নিট পিজির স্থগিতের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। যার ফলে রবিবার, ১১ আগস্ট সর্বভারতীয় এই প্রবেশিকা নেওয়ার ক্ষেত্রে আর কোন বাধাই রইল না। ডাক্তারির স্নাতকোত্তরে ভর্তির এই পরীক্ষা স্থগিতের দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হন ৪ জন পড়ুয়া। শুক্রবার, ৯ অগস্ট ছিল সেই মামলার শুনানি। যা পত্রপাট খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, পরীক্ষা স্থগিত করলে প্রায় ২ লাখ পড়ুয়ার ভবিষ্যত অনিশ্চয়তার মুখে পড়বে। যা কোনভাবেই কাম্য নয়।
- Related topics -
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- নিট পরীক্ষা
- পরীক্ষা