Pulled Rickshaw | সুপ্রিম নির্দেশে নিষিদ্ধ হাতে টানা রিকশা! আগামী ছয় মাসের সময়ও বেঁধে দিলো শীর্ষ আদালত!
Thursday, August 7 2025, 12:05 pm
Key Highlightsএবার মুম্বইতেও হাতে টানা রিকশা নিষিদ্ধ ঘোষণা করলো সুপ্রিম কোর্ট।
কলকাতায় হাতে টানা রিকশা নিষিদ্ধ হয়েছে আগেই। তবুও শহরের কিছু অলিতে গলিতে আজও এই রিকশা দেখা যায়। তবে এবার মুম্বইতেও হাতে টানা রিকশা নিষিদ্ধ ঘোষণা করলো সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি বিআর গভাই মুম্বইতে হাতে টানা রিকশাকে নিষিদ্ধ ঘোষণা করার পাশাপাশি রাজ্যকে আগামী ছয় মাসের মধ্যে এই পেশা বাতিলের নির্দেশ দেন। সেই সঙ্গে রাজ্য সরকারকে ওই হাতে টানা রিকশা চালকদের পুনর্বাসনের পরিকল্পনা করারও নির্দেশ দিয়েছে আদালত। সেক্ষেত্রে সরকার যাতে পরিবেশবান্ধব ই রিকশার দিকে নজর দেয়, সেই পরামর্শও দিয়েছে সুপ্রিম কোর্ট।
- Related topics -
- দেশ
- ভারত
- মুম্বাই
- শীর্ষ আদালত
- সুপ্রিম কোর্ট

