RBI | এক ধাক্কায় বাড়তে পারে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় উদ্বৃত্ত নগদের জোগান!
Thursday, May 15 2025, 3:34 am
Key Highlights২০২৪ থেকে ২০২৫ অর্থবছরের জন্য কেন্দ্রকে শীর্ষ ব্যাঙ্ক ২.২৫ লক্ষ কোটি টাকা থেকে ২.৭৫ লক্ষ কোটি টাকার মতো লভ্যাংশ দেবে বলেই মনে করা হচ্ছে।
বাড়তে পারে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় উদ্বৃত্ত নগদের জোগান। বিশেষজ্ঞদের অনুমান, রিজার্ভ ব্যাঙ্কের বিপুল আয়ের কারণেই নগদের জোগান বেড়েছে। ২০২৪ থেকে ২০২৫ অর্থবছরের জন্য কেন্দ্রকে শীর্ষ ব্যাঙ্ক ২.২৫ লক্ষ কোটি টাকা থেকে ২.৭৫ লক্ষ কোটি টাকার মতো লভ্যাংশ দেবে বলেই মনে করা হচ্ছে। যা কেন্দ্রের রাজকোষে আর্থিক জোগান অনেকটাই বাড়াবে। আর সেটা হলে ব্যাঙ্কিং ব্যবস্থায় বেশি করে নগদের জোগান দেবে কেন্দ্র। ব্যাঙ্কিং ব্যবস্থায় এই বিপুল পরিমান নগদের জোগান সুদের হারের গতিপ্রকৃতি বদলাতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

