Super Moon | রাখি পূর্ণিমার দিন আকাশে দেখা যাবে সুপারমুন বা ব্লু মুন! ভারতে দেখা যাবে কখন?
Monday, August 19 2024, 6:50 am
Key Highlightsরাখিপূর্ণিমার দিন রাতের আকাশে দেখতে পাওয়া যাবে 'সুপারমুন' । এই নিয়ে ২০২৪ সালে ৪ বার 'সুপারমুন' দেখতে পাওয়া যাবে।
রাখিপূর্ণিমার দিন রাতের আকাশে দেখতে পাওয়া যাবে 'সুপারমুন' । এই নিয়ে ২০২৪ সালে ৪ বার 'সুপারমুন' দেখতে পাওয়া যাবে। নাসার তরফে জানায়, চাঁদ যখন পৃথিবীর ৯০ শতাংশ কাছে অবস্থান করে তখনই তাকে বলা হয় সুপারমুন বা ব্ল মুন। সুপারমুন বা ব্লু মুন অন্যান্য দিনের তুলনায় ৩০ শতাংশ উজ্জ্বল ও আকারেও ১৪ গুণ বড় হয়ে দৃশ্যমান হয় আকাশে। খালি চোখেই ফারাক বোঝা যায়। ১৯ অগস্ট রাতে ও ২০ অগস্ট ভোরবেলা সুপারমুন দেখা যাবে ভারতে।
- Related topics -
- অন্যান্য
- বিজ্ঞান ও প্রযুক্তি
- রাখি উৎসব

