Super Typhoon Ragasa | সুপার টাইফুন রাগাসার তান্ডবে তছনছ তাইওয়ান, সুনামিতে নিখোঁজ ১২৪, মৃত অন্তত ১৪

Wednesday, September 24 2025, 6:58 am
highlightKey Highlights

তাইওয়ানের পূর্ব উপকূলে আছড়ে পড়ল দক্ষিণ চিন সাগরে জন্ম নেওয়া সুপার টাইফুন রাগাসা।


গত সোমবার থেকেই তাইওয়ানের উপকূলে দাপট দেখাচ্ছিল দক্ষিণ চিন সাগরে জন্ম নেওয়া সুপার টাইফুন রাগাসা। তাইওয়ানের পূর্ব উপকূল সহ চিনের দক্ষিণ উপকূল ও হংকংয়ে আছড়ে পড়েছে টাইফুন। জনপ্রিয় টুরিস্ট হাব হুয়ালিয়েনে ঝড়ের প্রকোপে পড়েছে বহু মানুষ। তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলের কাছাকাছি ফিলিপাইন্সের উপকূলে আছড়ে পড়ার সময় রাগাসার গতিবেগ ছিল ঘণ্টায় ২৩০ কিলোমিটার। বিপর্যয়ের ধাক্কায় এখনও নিখোঁজ ১২৪ জন। গুয়াংফু গ্রামে নিহত অন্তত ১৪। প্রবল ঝড় ও বিপুল বৃষ্টিতে গ্রামের সেতু ভেঙে পড়ে বাসিন্দারা আটকে পড়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File