Super Cup Group | বাজলো সুপার কাপের ঘন্টা! একই গ্রুপে ইস্টবেঙ্গল-মোহনবাগান, দেখে নিন গ্রুপবিন্যাস

মরশুমের তৃতীয় ডার্বির দামাম বেজে গেল। সুপার কাপে একই গ্রুপে সুযোগ পেল মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি।
২৫ অক্টোবর থেকে শুরু হবে সুপার কাপ, চলবে ২২ নভেম্বর পর্যন্ত। এবার ইস্টবেঙ্গল এবং মোহনবাগান রয়েছে একই গ্রুপে। দেখে নিন সুপার কাপের গ্রুপ বিন্যাস: গ্রুপ A= মোহনবাগান, চেন্নাইয়িন এফসি, ইস্টবেঙ্গল, রিয়াল কাশ্মীর এফসি। গ্রুপ B= এফসি গোয়া, জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, ইন্টার কাশী। গ্রুপ C= বেঙ্গালুরু এফসি, মহামেডান এসসি, পাঞ্জাব এফসি, গোকুলাম কেরালা। গ্রুপ D= মুম্বই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স, হায়দরাবাদ এফসি, রাজস্থান ইউনাইটেড। ভেন্যু নিয়ে চূড়ান্ত কিছু না জানানো হলেও গোয়াতে হওয়ার সম্ভাবনা রয়েছে।