SRH vs GT | আজ সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স, একনজরে দুদলের সম্ভাব্য একাদশ
Sunday, April 6 2025, 3:44 am

দু দলের ম্যাচ হলেও এই ম্যাচে ট্রাভিস হেড বনাম সিরাজের ব্যক্তিগত দ্বৈরথও দেখা যাবে। কারা কারা খেলবেন আজ? চলুন দেখে নিই।
আজ ভরসন্ধ্যায় নিজেদের ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য দ্বাদশ: ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ রেড্ডি, কামিন্দু মেন্ডিস, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকাট/সিমরজিৎ সিং, মহম্মদ সামি, জিশান আনসারি। গুজরাট টাইটান্সের সম্ভাব্য দ্বাদশ: সাই সুদর্শন, শুভমন গিল, জস বাটলার, শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, গ্লেন ফিলিপস/আর্শাদ খান, রশিদ খান, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, ইশান্ত শর্মা।
- Related topics -
- খেলাধুলা
- ipl
- আইপিএল ২০২৫
- আইপিএল
- গুজরাট টাইটান্স
- গুজরাট
- হায়দ্রাবাদ
- সানরাইজার্স হায়দরাবাদ
- ক্রিকেট
- ক্রিকেটার