SRHvsRR | ঈশানের সেঞ্চুরিতে ভর করে রাজস্থান রয়্যালসকে হারালো সানরাইজ়ার্স হায়দরাবাদ

হায়দরাবাদের অতি আগ্রাসনের সামনে থমকে গেল রাজস্থান রয়্যালস। রবিবার ঘরের মাঠে কাব্য মরানের দল ৪৪ রানে হারিয়ে দিল রাহুল দ্রাবিড়ের রাজস্থানকে।
হায়দ্রাবাদের আগ্রাসনের সামনে থমকে গেলো রাজস্থানের রথ। আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৮৬ রান করেন হায়দ্রাবাদ। সৌজন্যে দলের তরুণ তুর্কি ঈশান কিশান। এদিনের ম্যাচে ৪৭ বলে ১০৬ রান করেন তিনি। ১১টা চার এবং ৬টা ছক্কা মারেন তিনি। এর জবাবে ব্যাটিং করতে নেমে রাজস্থানের ইনিংস শেষ হলো ২৪২রানে। মাত্র ১রান করে আউট হন যশস্বী। অধিনায়ক পরাগ করেন চার রান। সঞ্জু স্যামসন ৬৬ এবং ধ্রুব জুরেল ৭০ রান করে আউট হন।