Sunita Williams | পৃথিবীতে ফেরার আগেই গলায় মনখারাপের সুর, 'মহাকাশকে মিস করবো।' বললেন সুনীতা উইলিয়ামস
Friday, March 7 2025, 5:29 am
Key Highlightsআগামী ১৯ মার্চই পৃথিবীতে ফিরবেন সুনীতারা। এ কয়মাস বহু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তাঁরা। তবুও এখানকার সব কিছুই তিনি মিস করবেন।
গত বছরের মে মাসে স্পেস এক্সের রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিলেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তারপর থেকে সেখানেই আছেন তাঁরা। সব কিছু ঠিক থাকলে আগামী ১৯ মার্চই পৃথিবীতে ফিরবেন সুনীতারা। তাঁর আগেই সুনীতার গলায় শোনা গেলো মনখারাপের সুর। আন্তর্জাতিক স্পেস স্টেশনে এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন হয়েছিল। সেখানে একটি প্রশ্নের উত্তরে তিনি জানালেন, এ কয়মাস বহু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তাঁরা। তবুও এখানকার সব কিছুই তিনি মিস করবেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- সুনীতা উইলিয়ামস
- স্পেসএক্স
- মহাকাশচারী
- মহাকাশ
- মহাকাশযান

