Sunita Williams Returns | 'মঙ্গলে ঊষা, বুধে পা'! পৃথিবীতে পা রাখলেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোররা!

অবশেষে পৃথিবীর মাটিতে পা রাখলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযোদ্ধা মহাকাশচারী বুচ ইনলমোর।
অবশেষে পৃথিবীর মাটিতে পা রাখলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযোদ্ধা মহাকাশচারী বুচ উইলমোর। সুনীতা, বুচ এবং নিক হেগ ও রাশিয়ান অ্যাস্ট্রোনট আলেকজান্ডার গোরবুনভকে ভারতীয় সময় বুধবার ভোররাত ৩টে ২৭ মিনিটে পৃথিবীতে ফিরিয়ে আনল ইলন মাস্কের SpaceXর ড্রাগন ক্যাপসুল। অতি সন্তর্পণে নভোচর জুটিকে স্প্ল্যাশডাউন করানো হলো ফ্লরিডার উপকূলে গাল্ফ অফ মেক্সিকোতে। এর পর ভেসেলে তাঁদের নিয়ে যাওয়া হবে নির্দিষ্ট স্থানে। সুনীতা ও বুচকে এখন সম্পূর্ণ বিশ্রাম এবং চিকিৎসকদের নজরদারিতে রাখা হবে।