Sunita Williams | মহাকাশ থেকেই ভোটদান সুনীতাদের! মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মহাকাশ থেকে কীভাবে ভোট দেবেন তারা?
কিছু মাস ধরে মহাকাশে আটকে রয়েছেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর। কিন্তু মঙ্গলবার থেকে মার্কিন মুলুকে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন।
বেশ কিছু মাস ধরে মহাকাশে আটকে রয়েছেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর। কিন্তু মঙ্গলবার থেকে মার্কিন মুলুকে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। তাহলে কীভাবে ভোট দেবেন সুনীতা? জানা গিয়েছে, মহাকাশচারীরা স্পেস স্টেশন ইলেকট্রনিক ব্যালটের মাধ্যমে ভোটদান করবেন। সেই ভোট NASA এর ট্র্যাকিং এবং ডেটা রিলে স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে নিউ মেক্সিকোতে এজেন্সির পরীক্ষা সুবিধার একটি বিশাল অ্যান্টেনায় পাঠানো হবে। সেখান থেকে, নাসা মিশন কন্ট্রোল সেন্টারের মাধ্যমে ব্যালটটি যিনি ভোটগণনা করবেন তার কাছে পৌঁছে দেওয়া হবে।