Sunita Wiiliams | আরও ৮ মাস মহাকাশেই থাকতে হতে পারে সুনীতা উইলিয়ামসদের! অপেক্ষা করতে হবে ২০২৫ এর ফেব্রুয়ারি পর্যন্ত
Monday, August 12 2024, 5:21 am
Key Highlightsএখনই সুনীতা এবং ব্যারিকে মহাকাশ থেকে ফেরানো যাচ্ছে না বলে জানাল NASA।
এখনই সুনীতা এবং ব্যারিকে মহাকাশ থেকে ফেরানো যাচ্ছে না বলে জানাল NASA। এমনকি তাদের ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মহাকাশেই থাকতে হতে পারে বলে জানাল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। বোয়িং স্টারলাইনার মহাকাশযানটি যদি উড়ানের জন্য নিরাপদ বলে বিবেচিত না হয়,সেক্ষেত্রে মহাকাশেই থাকতে হবে সুনীতা এবং ব্যারিকে। যদিও তাদের পৃথিবীতে ফেরাতে ইলন মাস্কের SpaceX সংস্থার সাহায্য নিতে পারে NASA। দীর্ঘ এত সময় মহাকাশে থাকার ফলে তাঁদের স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- নাসা
- মহাকাশচারী
- মহাকাশ
- মহাকাশযান

