ISL 2025 | ম্যাচ জিতেও ফাইনাল অধরা গোয়ার! সুনীলের গোলে ফাইনালে পৌঁছলো বেঙ্গালুরু এফসি

Sunday, April 6 2025, 5:22 pm
highlightKey Highlights

রুদ্ধশ্বাস সেমিফাইনালের সমস্তরকম উপাদানই মজুত ছিল বেঙ্গালুরু এফসি বনাম এফসি গোয়া ম্যাচে। ৯৬ মিনিটের টানটান যুদ্ধ শেষে জয়ের হাসি বেঙ্গালুরুর মুখে।


ফাইনালের টিকিট পেতে মরিয়া লড়াই চললো বেঙ্গালুরু এফসি এবং এফসি গোয়ার মধ্যে। ম্যাচ জিতেও ফাইনাল থেকে ছিটকে গেল গোয়া। সেমিফাইনালের প্রথম লেগে গোয়াকে হারিয়ে বেঙ্গালুরুর আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। দ্বিতীয় লেগে গোয়া ২গোলে জিতলেও দুই লেগ মিলিয়ে বেঙ্গালুরু ৩:২ গোলে এগিয়ে আছে। ফলে ৯৬ মিনিটের টানটান যুদ্ধ শেষে হাসি ফুটেছে বেঙ্গালুরুর মুখে। এদিনের ম্যাচে গোয়ার গোলদুটি করলেন বোরহা এবং সাদিকু। বেঙ্গালুরুর হয়ে এদিন একমাত্র গোলটি করলেন তারকা ক্রিকেটার সুনীল ছেত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File