Sunetra Pawar | অজিত পাওয়ারের আসনে বসলেন স্ত্রী 'সুনেত্রা', প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী পেল মহারাষ্ট্র

Saturday, January 31 2026, 2:18 pm
Sunetra Pawar | অজিত পাওয়ারের আসনে বসলেন স্ত্রী 'সুনেত্রা', প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী পেল মহারাষ্ট্র
highlightKey Highlights

সব বিধায়কদের সম্মতিতে সুনেত্রাকে পরিষদীয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়। এরপরই উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে রাজভবনে যান সুনেত্রা।


বুধবার সকালে বারামতীতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। শনিবার মহারাষ্ট্রের নতুন উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন NCP নেত্রী তথা সদ্য প্রয়াত অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার। এদিন বিকেলে রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আচার্য দেবব্রত। এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। অনুমান, বারামতী কেন্দ্র থেকে নির্বাচিত হতে পারেন সুনেত্রা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File