মাত্র ২১ বছরে চলে গেলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকের ‘World’s Heaviest Child’ ধাজবুলাত খাতোকভ।
Friday, January 1 2021, 2:04 pm
Key Highlights
২০০৩ সালেই ‘World’s Heaviest Child’ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম তোলেন ধাজবুলাত খাতোকভ। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, মাত্র ২ বছর বয়সেই ধাজবুলাত খাতোকভের ওজন ছিল প্রায় ৭৫ পাউন্ড। ক্রমেই বাড়তে থাকে ধাজবুলাত খাতোকভের ওজন। ১৩ বছর বয়সে সেই ওজন বেড়ে হয় ৩৯৭ পাউন্ড। রাশিয়ার দক্ষিণ কাবারদিনো-বালকারিয়ার বেতাল গুবজাহেব একটি সুমো রেস্টলিং সংস্থা চালান। তিনিই ধাজবুলাত খাতোকভের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- রাশিয়া
- গিনেসবুক রেকর্ড
- বিশ্বের সবচেয়ে ভারী বাচ্চা
- প্রয়াত