মাত্র ২১ বছরে চলে গেলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকের ‘World’s Heaviest Child’ ধাজবুলাত খাতোকভ।

Friday, January 1 2021, 2:04 pm
মাত্র ২১ বছরে চলে গেলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকের ‘World’s Heaviest Child’ ধাজবুলাত খাতোকভ।
highlightKey Highlights

২০০৩ সালেই ‘World’s Heaviest Child’ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম তোলেন ধাজবুলাত খাতোকভ। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, মাত্র ২ বছর বয়সেই ধাজবুলাত খাতোকভের ওজন ছিল প্রায় ৭৫ পাউন্ড। ক্রমেই বাড়তে থাকে ধাজবুলাত খাতোকভের ওজন। ১৩ বছর বয়সে সেই ওজন বেড়ে হয় ৩৯৭ পাউন্ড। রাশিয়ার দক্ষিণ কাবারদিনো-বালকারিয়ার বেতাল গুবজাহেব একটি সুমো রেস্টলিং সংস্থা চালান। তিনিই ধাজবুলাত খাতোকভের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File