ইডি র দফতরে সারদা মামলায় নোটিস পাঠিয়ে তলব কুনাল ঘোষের
Thursday, December 21 2023, 2:26 pm
Key Highlightsসারদা মামলায় নোটিস পাঠিয়ে তলব করা হয়েছিল, আজ সকালে ইডির দফতরে কুনাল ঘোষে। সারদা চিটফান্ড মামলায় ইডির জেরার মুখে কুণাল ঘোষ। আগেই কুণাল ঘোষকে তলব করেছিল ইডি। আজ, মঙ্গলবার সকাল ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছিল তৃণমূলের মুখপাত্রকে। সেই মতোই এদিন বেলা ১১টার আগেই ইডি দফতরে পৌঁছে যান কুণাল ঘোষ। ইতিমধ্যে ইডি দফতরের ষষ্ঠ তলায় জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূল নেতাকে। এর আগে এই মামলায় একাধিকবার কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সারদাকাণ্ডে গ্রেফতারও হয়েছিলেন তিনি।