Paris Paralympic 2024 | প্যারালিম্পিকে রেকর্ড গড়ে জ্যাভলিনে সোনা জিতলেন সুমিত, পঞ্চম দিনে ১১টি পদক ভারতের ঝুলিতে
সুমিত আন্টিল প্যারিস প্যারালিম্পিকে ৭০.৫৯ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতলেন, নতুন রেকর্ড গড়লেন।
প্যারালিম্পিকে রেকর্ড গড়ে জ্যাভলিনে সোনা জিতলেন সুমিত। ভারতের জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্টিল ৭০.৫৯ মিটার জ্যাভলিন ছুড়ে নতুন রেকর্ড গড়েন। এদিকে প্যারালিম্পিকের ব্যাডমিন্টনে রুপো আনেন সুহাস। পাশাপাশি তিরন্দাজিতে ব্রোঞ্জ পেলেন ভারতের রাকেশ কুমার এবং শীতল দেবী। মাত্র এক পয়েন্টের ব্যবধানে ভারতের রাকেশ শীতল হারান ইটালির মাতেও বোনাসিনা ও এলেওনোরা সার্তিকে। এই নিয়ে প্যারালিম্পিকের পঞ্চম দিনে ভারতের ঝুলিতে এলো মোট ১১টি পদক।
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক
- প্যারিস অলিম্পিক্স-প্যারালিম্পিক্স ২০২৪
- অলিম্পিক্স