Balochistan | আত্মঘাতী পাকিস্তান, বালোচিস্তানে বিদ্রোহীদের বোমা বিস্ফোরণে উড়লো পাক-সেনার কনভয়, নিহত ১৪

Thursday, May 8 2025, 5:35 am
highlightKey Highlights

বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)র দু’টি পৃথক হামলায় মৃত্যু হয়েছে ১৪ জন পাকিস্তানি সেনা জওয়ানের।


অপারেশন সিঁদুরের পর এবার পাক ভূমিতে জঙ্গি হামলা। স্বাধীনতার দাবিতে পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বালোচ লিবারেশন আর্মির বিদ্রোহীরা। সূত্রের খবর, বুধবার বালোচিস্তান প্রদেশের বোলান এবং কেচ এলাকায় আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। ওদিন বোলানের শোরখণ্ড এলাকা দিয়ে যাচ্ছিল পাকিস্তান সেনার কনভয়। ওই কনভয় লক্ষ্য করে রিমোট কন্ট্রোলড আইইডি বিস্ফোরণ ঘটায় বিএলএর সদস্যরা। মৃত্যু হয় ১২ পাক সেনার। এদিন দুপুর নাগাদ বিএলএর আরেকটি বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২ পাক সেনার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File