লাইফস্টাইলনিজের বিপদ নিজেই ডাকছেন না তো? ক্যান্সারের অন্যতম কারণ মিষ্টি পানীয়, বলছে সমীক্ষা
গত ৫ বছর আগেও অন্ত্র ও মলদ্বারের ক্যান্সার সংক্রমণের গড় বয়স ছিল ৭২ বছর, যা বর্তমানে ৬৬ বছরে এসে দাঁড়িয়েছে। এর উত্তর খোঁজার জন্য ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অব মেডিসিন’ বিভাগ এই ধরনের ক্যানসারে আক্রান্ত ১, ১৬, ৫০০ জনকে নিয়ে একটি সমীক্ষা করেন। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, শিশুদের বেড়ে ওঠার বয়স অর্থাৎ ১৩-১৮ বছর এবং ২০-৩৪ বছর বয়সীদের মিষ্টি জাতীয় পানীয় সবচেয়ে বেশি মাত্রায় পান করতে দেখা যায়। দিনে ২০০ মিলিলিটার মিষ্টি পানীয় গ্রহণের ফলে এই ক্যান্সার হয়। পরবর্তী সময়ে এই ধরনের পানীয়ের অভ্যাস ছেড়ে দিলেও, তার কুপ্রভাব শরীরে থেকে যায় এবং ক্যান্সারের আশঙ্কাও বাড়ে ।