চিনির হাত ধরেই এবার মিলবে দাগহীন উজ্জ্বল ত্বক! কিভাবে ? আসুন জেনে নেওয়া যাক ...
Wednesday, November 4 2020, 10:55 am
Key Highlightsউজ্জ্বল ঝলমলে ত্বক পেতে ক না চায়! কম বেশি প্রায় সকলেই ত্বকে দাগ বা মৃত কোষ পরিষ্কার করতে বাজারের নামিদামি স্ক্র্যাবার, ক্রিম, ইত্যাদি ব্যবহার করে। কিন্তু, আমাদের হাতের কাছেই আছে চিনি, তাতেই হবে মুস্কিলাসান।চিনি স্বাস্থ্যের জন্য উপকারী না হলেও ত্বকের জন্য খুব উপকারী, কারণ চিনি হল গ্লাইকোলিক অ্যাসিড ও আলফা হাইড্রক্সি অ্যাসিডের প্রাকৃতিক উত্স্য। চিনির সাথে এক চামচ লেবুর রস সপ্তাহে ২ দিন ব্যবহার করলে মিলবে ঝলমলে ত্বক, যা স্ক্র্যাবার হিসেবে কাজ করে। বিটের রস ও একটু চিনি মিশিয়ে ঠোঁটে মাখলে নরম, গোলাপি, আর্দ্র ঠোঁট পাওয়া যাবে। অল্প অলিভ অয়েল, নারকেল তেল ও এক চামচ চিনি মিশিয়ে মুখ সহ সারা শরীরে চিনি গোলে যাওয়া পর্যন্ত মাখলে ত্বকের মৃত কোষ দূর হবে ও উজ্জ্বলতা বাড়বে।
- Related topics -
- লাইফস্টাইল
- সৌন্দর্য্য
- ফ্যাশন

