রাজ্যমেট্রো প্রকল্পের কাজ চলাকালীন বিপত্তি, বাঘাযতীনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ক্রেন,

Key Highlightsনিউ গড়িয়া থেকে দমদম বিমানবন্দরগামী মেট্রো প্রকল্পের কাজ চলাকালীন বিপত্তি। ক্রেন শিফটিংয়ের সময় আচমকাই দুর্ঘটনা ঘটে। কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে পড়ে যায় ক্রেনটি। আজ বেলা ২ টো নাগাদ বাঘাযতীন উড়ালপুল লাগোয়া মেট্রো প্রকল্পের নির্মীয়মান এলিভেটেড করিডরের ১৭ ও ১৮ নম্বর পিলারের মধ্যে সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে থাকা একটি ১৫০ মিটারের উঁচু ক্রেনটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। প্রায় সঙ্গে সঙ্গে ভারসাম্য হারিয়ে তার ঠিক প্যারালাল দ্বিতীয় ক্রেনটিও ভারসাম্য হারায়। ক্রেনটি শুধুমাত্র সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে ছিল । ঘটনার পর এলাকায় পৌঁছান মেট্রো রেলের অফিসাররা।