Weather Update | অষ্টমীর দুপুরে আচমকা বৃষ্টি, জল থইথই মহানগর, মনখারাপ শহরবাসীর

Tuesday, September 30 2025, 11:54 am
highlightKey Highlights

সকালে রোদ ঝলমলে পরিবেশ নিমেষে উধাও। দুপুর গড়াতে না গড়াতেই চারদিক কালো করে ঝেঁপে বৃষ্টি নামল।


আবহাওয়া দপ্তরের পূর্বাভাস উড়িয়ে অষ্টমীর দুপুরেই অসুর বৃষ্টির আগমণ। নাজেহাল কলকাতাবাসী। এদিন সকাল থেকেই রোদ ঝলমলে ছিল শহরের আকাশ। প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছিলেন আপামর বাঙালি। ঘড়িতে দুপুর ১২টা ৩০ পেরনোর পরই আচমকা রোদ নিভে অন্ধকার হয়ে যায় চারপাশ। কিছুক্ষনের মধ্যেই তোড়ে বৃষ্টি নামে। জল থইথই মহানগরের রাস্তাঘাট। জল থেকে বাঁচতে প্যান্ডেলে আশ্রয় নিলেন মানুষজন। ২,৩ ঘন্টা চলেছিল বৃষ্টি। পূর্বাভাস অনুযায়ী, আজ আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ কলকাতায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File