Tiku Talsania । আকস্মিক হার্ট অ্যাটাক, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি অভিনেতা টিকু তালসানিয়া

Saturday, January 11 2025, 1:56 pm
Tiku Talsania । আকস্মিক হার্ট অ্যাটাক, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি অভিনেতা টিকু তালসানিয়া
highlightKey Highlights

ম্যাসিভ হার্ট অ্যাটাক, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি অভিনেতা টিকু তালসানিয়া। হাসপাতাল সূত্রে খবর অভিনেতার অবস্থা বেশ সঙ্কটজনক।


গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন বলিউড অভিনেতা টিকু তালসানিয়া। বর্তমানে অভিনেতার বয়স ৭০ বছর। সূত্রের খবর, শুক্রবার একটি সিনেমা দেখার পর থেকে অসুস্থ বোধ করতে থাকেন অভিনেতা। হঠাৎই ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। তড়িঘড়ি তাকে হসপিটালে ভর্তি করা হয়। দিল হ্যায় কি মানতা নেহি (১৯৯১), 'কাভি হাঁ কাভি না' (১৯৯৩), আন্দাজ আপনা আপনা (১৯৯৪), স্পেশাল ২৬ (২০১৩) এবং 'ইশক' (১৯৯৭)-এর মতো বহু ছবিতে অভিনয় করেছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File